মাদারীপুরে ডোবা থেকে নবজাতক উদ্ধার, নিঃসন্তান ব্যবসায়ীর কাছে মিলল শিশুটির আশ্রয়

মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরের শিবচরের দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি ডোবা থেকে এক নবজাতককে উদ্ধার করছে স্থানীয়রা। নাম পরিচয় বিহীন নবজাতককে এক নিঃসন্তান ব্যবসায়ী আশ্রয় দিয়ে লালন-পালনের দায়ীত্ব নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের লপ্তসরকারেরচর গ্রামের নদীর পাড় ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় শিশু কান্নার শব্দ পায় এক পথচারী। ওই পথচারী আশেপাশে খুঁেজ ব্রীজের নিচে ডোবার পাশে এক নবজাতককে দেখতে পায়। পরে সে স্থানীয়দের ডেকে সবাই মিলে ডোবার পাশ থেকে নবজাতক কন্যা সন্তানটিকে উদ্ধার করে। স্থানীয়দের ধারনা শিশুটির বয়স ৩ দিন। পরে শিশুটিকে এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের নিঃসন্তান নিকট আত্বীয়ের হেফাজতে দেয়া হয়েছে। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। জিম্মায় নেয়া শিক্ষক বলেন, আমার বোন দুলাভাই সতের বছর ধরে নিঃসন্তান। তাদের আগ্রহেই উদ্ধারকৃত শিশুটিকে তাদের হেফাজতে দেয়া হয়েছে। শিশুটি এদের হাতে দেয়ার আগে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক না প্রকাশ না করার শর্তে বলেন, ভোরে শিশুটির নদীর পাড় ব্রীজের নিচের ডোবা থেকে কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। শিশুটি আমাদের স্কুলের এক শিক্ষকের নিঃসন্তান নিকট আত্বীয়ের হেফাজতে দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment