কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক জোট’র আত্মপ্রকাশ

কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট’র আত্মপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে প্রথম কার্যনির্বাহী পরিষদও গঠিত হয়েছে।
রবিবার দুপুরে প্রশাসনিক ভবনস্থ বিএনসিসি’র অফিসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সভাপতি মেহেদী হাসানকে সভাপতি ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির সৈকতকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি আনোয়ার হোসেন পলাশ ও মো. সোহান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ইকবাল ও ওয়াসি মজুমদার, অর্থ-সম্পাদক ফাহমিদ হাসান অনিক, দপ্তর সম্পাদক শতাব্দী জুবায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হামিদ কাউসার জীবন মনোনীত হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট’র সাধারণ সভায় এবং জোটের গঠনতন্ত্রের নিয়মানুসারে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি আগামী চার মাসের জন্য গঠন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment