নাটক ও মিছিল করে  বহিষ্কার দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন এর দায়ে অভিযুক্ত  নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক রুহুল আমিন এর বহিষ্কার দাবিতে আজ বেলা ১১টা ৩০মিনিটে কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের নিচে  প্রতিকি অভিনয় করেছে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূইয়া ইলা সহ বিভাগের আরো দুই শিক্ষিকার একই বিভাগের শিক্ষক রুহুল আমিন এর বিরুদ্ধে যৌন নিপীড়ন  অভিযোগের প্রেক্ষিত সাময়িক ভাবে বহিষ্কার করেন অভিযুক্ত শিক্ষককে।  গঠন করা হয় তদন্ত কমিটি।  দুই দফায় সময় বাড়ানোর পর গত ১১সেপ্টেম্বর তদন্ত কমিটি রিপোর্ট পেশ করে। যার সিধান্ত নেয়া হবে পরবর্তী সিন্ডিকেট সভায়।
আজ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানায় নাটকলা বিভাগের একাধিক শিক্ষক।
উল্লেখ্য অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীদের  বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে বলে নিরাপত্তা চেয়ে বিভাগে চিঠি দিয়েছে।  এমনটাই জানিয়েছেন নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment