মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

 মানিকগঞ্জ প্রতিনিধি:

 ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও গড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফার্মেসী, মুদি, বীজের দোকান ও বেকারীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫১ ধারায় ‍‍‍‍আলম মেডিকেল হলকে ২০০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একই ধারায় শাহজালাল স্টোরকে ২০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করার দায়ে ৩৮ ও ৫১ ধারায় শহীদ বীজ ভান্ডারকে ৮০০০ টাকা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৪৩ ধারায় হিরো বেকারীকে ৩০০০ টাকা ও পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মুল্য না থাকার দায়ে ৩৭ ধারায় এস এইচ ভ্যারাইটিজ স্টোরকে ৭০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে আরও ৩ টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment