ভৈরব র‌্যাবের অভিযানে বি-বাড়িয়া থেকে মাদকসহ দুজনকে আটক

 

 মিলাদ হোসেন অপু ,ভৈরব প্রতিনিধি :

ভৈরব র‌্যাব-১৪ ব্রা‏হ্মণবাড়িয়া থেকে ১৫ লাখ টাকার মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে । আজ মঙ্গলবার গভীর রাতে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের বিসমিল্লাহ ওয়ার্কসপে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন ব্রা‏হ্মণবাড়িয়ায় জেলার বাঞ্চামারামপুরের মো. আব্দুল করিমের পুত্র মো. সুমন রহমান (২২) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র মো. রাজিব ইসলাম বাবু (২৩)। এসময় তাদের কাছ থেকে ১৩৫০ ক্যান বিদেশী বিয়ার,১০ বোতল বিদেশী মদ ও ৩১ পিস চোরাই ভারতীয় শাড়িসহ মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয় । আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্প প্রাঙ্গণে এক প্রেস বিফিং এ এসব তথ্য জানান ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিনস মোহাম্মদ যোবায়ের । র‌্যাব সুত্রে জানা গেছে ,একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত দেশের বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে বিভিন্ন সময় বাঞ্চারামপুর থানায়সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারী/খুচরা বিক্রয় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল আজ মঙ্গলবার গভীর রাতে জেলার বাঞ্চারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের বিসমিল্লাহ ওয়ার্কসপের মালিক মালি হায়দারের টিনসেট গোডাউন এর ভিতরে অভিযান চালায় । সেখান থেকে দুইজন কে আটক করে এবং আটককৃতদের তথ্যের ভিত্তিতে ১৩৫০ ক্যান বিদেশী বিয়ার, ১০ বোতল বিদেশী মদ ও ৩১ পিস চোরাই ভারতীয় শাড়ি এবং মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রবের মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা । র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান ,আটককৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ২২ (গ)/২৫ ধারা মোতাবেক ব্রা‏হ্মণবাড়িয়ায় জেলার বাঞ্চারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment