জগন্নাথপুরে প্রাইমারী শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন সম্পন্ন

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন শিক্ষকদের মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় ভিত্তিক ৬দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাধবী রানী নাথ। প্রশিক্ষনে ডিজিটাল কনটেইন, আইসিটি ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রমের উপর শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। মঙ্গলবার সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জগন্নাথপুরে শিক্ষা ক্ষেত্রে অগ্রসরতায় এবং প্রতিটি বিদ্যালয়ে সুষ্টু শিক্ষা কার্যক্রমে কর্মকর্তা শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষনে শিক্ষকদের প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে তাদের মেধা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় ভিত্তিক প্রশিক্ষনের ইন্সট্রাক্টর, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী শিক্ষকদের প্রতিও অভিনন্দন জানান। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রশিক্ষক ফরিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: হারুন অর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান, প্রশিক্ষক আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাধবী রানী নাথ, ঘোষগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, প্রশিক্ষনার্থী চাঁনপুর সাতহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্তি দাশ, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলি রানী তালুকদার, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এমসির সদস্য এনামুল হক এনাম প্রমূখ। পরে প্রশিক্ষনে অংশ নেয়া ২৫জন শিক্ষকদের মধ্যে সনদ ও শিক্ষা উপকরন বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment