নিকলীতে স্কুল ও কলেজ সরকারিকরণে আনন্দ র‌্যালি

হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

নিকলীতে স্কুল ও কলেজ দুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে আনন্দ র‌্যালি হয়েছে। মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ ও নিকলী জি.সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ আফজাল হোসেন কে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করেছে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক,কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। আজ সকাল ১০ টায় আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে জি.সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা করেছে। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ও সাংসদ সদস্য মোঃ আফজাল হোসেন,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াহ ইয়া খাঁন,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুজ্জামান হাবীব,অধ্যাক্ষ কারার মাহমুদা পারভীন,প্রধান শিক্ষক কারার আব্দুল রশিদ,স্কুল কেবিনেট সদস্যরা,নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment