দোহারে স্যানিটারি ন্যাপকিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

।

 

নিজস্ব প্রতিনিধি:

গতকাল ২৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় ঢাকা দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে এলজিএসপি -৩ এর অর্থায়নে স্যানিটারি ন্যাপকিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুসুমহাটি ইউ পি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আগামী দিনের দেশ এবং জাতির ভবিষ্যত। তোমাদের যোগ্য হয়ে উঠার জন্য এখন থেকেই চেষ্টা করতে হবে তিনি আরো বলেন, তোমাদের আশেপাশে বাল্যবিবাহ হলে তোমরা তার বিরুদ্ধে অবস্থান নিবে, তাহলেই সমাজ থেকে বাল্যবিবাহ রোধ করা যাবে তোমাদের বাবা মা তোমাদের অনেক পরিশ্রম করে শিক্ষিত করছে, অনেক বড় আশা নিয়ে তোমাদের শিক্ষিত করে গড়ে তুলছে,তার প্রতিদান তোমাকে দিতেই হবে।

যদি তাদের আশা তোমরা না পূরন করতে পারো তাহলে তোমরা কিসের মানুষ? এ প্রশ্ন ও করেন শিক্ষার্থীদের। “তিনি তার বক্তব্যে আরো বলেন, মানুষ সবাই বড় হতে চায়,উপড়ে উঠতে চায়,ভালো কিছু হতে চায়। সুতারং তোমরা ও বড় হতে চাও। সবাই বড় হও এবং সোনার বাংলা গড়ার জন্য চেষ্টা কর। ” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন,দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা,কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আহসান খোকন শিকদার, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন,দোহার থানার তদন্ত ওসি ইয়াছিন মুন্সী, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম, নয়াবাড়ি ইউ পি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী,কাদের মন্ডল, এজাজ আহমেদ মন্টু,সেলিম বেপারি সাংবাদিক আবুল হাশেম ফকির প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment