জগন্নাথপুরে উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ধসঢ়;ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উন্নয়ন মেলার সার্বিক বিষয় ও করনীয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি অফিসার মো. শওকত ওসমান মজুনদার, উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. মো. শামস উদ্দিন, উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জয়নাল আবেদীন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা ইউ.ই.অ দোলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক শংকর রায়, রিয়াজ আহমদ,আব্দুল ওয়াহিদ প্রমুখ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকোশলী মো. আবুল কালাম পাবেল, জগন্নাথপুর থানার এসআই মো.কবির উদ্দিন, উপজেলার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আমির হোসেন,জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নব কুমার সিংহ, ইউ.ই.অ কর্মকর্তা সুমন চন্দ বৈদ্য, স্বরূপ চন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.আনোয়ার হোসেন,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, সৈয়দপুর শাহাড় পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগামার আশীষ চক্রবর্তী, উপজেলার একাডেমীক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক রিমা আক্তার, সাংবাদিক মো.হুমায়ুন কবির, জুয়েল আহমদ প্রমুখ। আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৩ দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলা প্রসাশনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামের মাঠে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ষ্টল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ষ্টলসহ বিভিন্ন দপ্তরের ষ্টল স্থাপন করা হবে এবং নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রাপ্ত সেবা মেলায় তুলে ধরা হবে।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment