নওগাঁর ধামইরহাটে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে ভারতীয় সীমান্তে এলাকা থেকে শাফায়েত হোসেন(৩৫) নামে এক ব্যবসায়ীকে সুটারগানসহ আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোররাতে বিজিবি’র একটি দল এর পাগলাদেওয়ান সীমান্ত সংলগ্ন পশ্চিম রুপনারায়ণপুর গ্রামের শাফায়েত হোসেনের বাড়ী তল্লাশি করে উদ্ধার করা হয়। আটককৃত শাফায়েত হোসেন ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। বাংলাদেশ বর্ডারগার্ড ব্যাটালিয়নের (পতœীতলা-১৪) অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সংলগ্ন ভারতীয় সিমান্তের পাগলাদেওয়ান বিওপি’র মেইন পিলার ২৭২/৬-এস সংলগ্ন পশ্চিম রুপনারায়নপুর গ্রামের শাফায়েত হোসেনের বাড়িতে বিক্রির উদ্যেশ্যে অন্ত্র রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কড়িয়া কোম্পানী কমান্ডার সুবেদার আব্বাস আলী দেওয়ানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। এ সময় শাফায়েত হোসেনের বাড়ী তল্লাশি করে দেশীয় তৈরী ১টি সুটারগান উদ্ধারসহ তাকে আটক করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment