ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে গতিশীল করছেন…. প্রতিমন্ত্রী এম.এ মান্নান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দিন বদলের যে প্রতিশ্রুতি দিয়ে বতর্মান সরকার ২০০৮ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসেছিল তার সিংহভাগই বাস্তবায়ন করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যেমন বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, আইসিটিসহ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে। জনগণের আশা-আকাক্ষা পূরণে সরকার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। গতকাল বুধবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই, জয়নগর, কুশারাই, হিলালপুর, ইসলামপুর, শ্যামারগাঁও গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও কমরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে অত্র মাদ্রাসার মাঠে বেলা ৩টায় বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম.এ মান্নান (এমপি) উপরুক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে যখন দায়িত্ব গ্রহণ করে তখন বিদ্যুতের অবস্থা রাতের অন্ধকারের মতোই ছিল। বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নের জন্য নিরলস কাজ করছে। বর্তমান সরকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে গতিশীল করার পদক্ষেপ নিয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে। আগামী ২০১৯ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁচ্ছে দেয়ার জন্য কাজ করছে সরকার। অত্র জনসভায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী দবির মিয়ার সভাপতিত্বে এবং কমরাখাই জয়নগর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোহাম্মদ আছাব উদ্দিন ও সিলেট রোটারী ক্লাব রিগ্যাল সিটির সভাপতি কয়েছ সুমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছোলেমান মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র সাঈদ আহমদ নাবিল, স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা সুপার মাওলানা আমিরুল ইসলাম। জনসভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোশাহিদ মিয়া, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো. সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা. শেখ ছদরুল ইসলাম, সহ সভাপতি আবু তাহের মজনু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, রানীগঞ্জ ইউনিয়নের নবগঠিত যুবলীগ কমিটির আহবায়ক রাজিব তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসাইন, সদস্য দুলন আহমদ, ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাফি মিয়া তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব তালুকদার, সাধারন সম্পাদক মো. রিপন আহমদ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী এবং অত্র মাদ্রাসার সকল অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। এর আগে সকাল ১১টায় রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর, ব্রাক্ষমগাঁও এবং সুবিদপুর ও অনন্তপুর গ্রামের এর মধ্যে দুটি সেতু উদ্বোধন করেন। দুপুর ১২টায় রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কের উদ্বোধন করেন। এর পর সকাল ১১টায় নোয়াগাঁও গ্রামের ১০৪নং হাজী রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম.এ মান্নান (এমপি)। এসময় উপরুক্ত অতিথিগন উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment