22 দিন ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষেধ ও বিএি বন্ধ

মো.মিজানুর রহমান নাদিম,তালতলী প্রতিনিধি: বরগুনাসহ সারা দেশে ৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলা ও সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ও বিএি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।বাংলাদেশের ইলিশ সম্পদের জাটকা রক্ষায় প্রতি বছর এই উদ্দোগ নেওয়া হয়।এ জন্য জেলেরা সরকারীভাবে সহযোগিতা পেয়ে থাকেন।এ সময় কেউ জাল ফেলতে পারবে না।নৌ পথে কোন মাছ আহরণ করতে পারবে না। এবারের স্লোগান ‘মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা নিন।মুলত এ মৌসুমেে মা ডিমওয়ালা ইলিশ সাগর থেকে সৌতযুক্ত মিঠাপানিতে এসে ডিম ছাড়ে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২২ দিন বরগুনা সহ পায়রা, বিষখালী সহ সাগর এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা যাবে না। প্রজননসক্ষম ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদী ও মোহনায় উঠে আসে। ইলিশের নিরাপদ লক্ষে দেশব্যাপী ইলিশ আহরণ করা নিষিদ্ধ।এ সময় ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ২২ দিন মা ইলিশ নিধন, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেদ অালী জানান,এ নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধেে প্রয়োজনীয় আইন গ্রহন করার জন্য জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, পুলিশ কোষ্টগার্ট নৌ-পুলিশ এবং মৎস্য অধিদফতরের কর্মকর্তারা জেলেদের নিয়ে অবহিত করন সভা,সেমিনার মিটিং মাইকিংং করে সবাইকে সর্তক করে অবহিত করেন।এই আইন না মানলে তাকে কারাদণ্ড ও অর্থ জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment