ছাতকের কালারুকার ৪টি গ্রামে বহুল প্রত্যাশিত বিদ্যুৎ উদ্বোধন শনিবার

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ ছাতকের কালারুকা ইউনিয়নের ৪টি গ্রামে বহুল প্রত্যাশিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার। বিদ্যুৎ প্রত্যাশি ৪টি গ্রামের ৮ শতাধিক পরিবারের মাঝে বইছে এখন অন্যরকম উল্লাস। বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষে এসব গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। উপজেলার কালারুকা ইউনিয়নের মিত্রগাও, হরিষপুর, নানচিরি ও শিমুলতলা গ্রামের প্রায় ৮ শতাধিক পরিবারে সুইচ টিপে এক সাথে বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ওইদিন এমপি মানিককে স্বাগত জানাতে এসব গ্রামবাসীর পক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুুতি। বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এমপি মানিককে বিদ্যুৎ উদ্বোধনী সভাস্থলে নিয়ে আসার প্রস্তুতি চলছে। সড়কের উভয় পাশে স্থাপন করা হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সম্বলিত তোরণ ও ব্যানার। বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষে শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রস্তত করা হচ্ছে বিশাল সভা মঞ্চ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এমপি মুহিবুর রহমসান মানিক। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অকিল কুমার সাহা, ডেপুটি ম্যানেজার জাহেদুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন উদ্বোধনী সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment