দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে “দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ” এর নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারের মাধ্যমে আবেদন করেছেন।
জানাযায়, সুনামগঞ্জের “দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ” এর উদ্যোগে “দক্ষিণ ছাতক উপজেলা” নামে স্বতন্ত্র উপজেলার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে ২৭ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার  সকাল প্রায় ১১ ঘটিকার দিকে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ আবেদন করেছেন দক্ষিণ ছাতকবাসী। সিলেট বিভাগীয় কমিশনারের পক্ষে আবেদনপত্র গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব।
এসময় উপস্থিত ছিলেন “দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ” এর আহ্বায়ক আ.ন.ম. ওহিদ কনা মিয়া, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্যের আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সদস্য সচিব অধ্যাপক খসরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল সালাম আল মাদানী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, ডা. শাহ সৈয়দুর রহমান, দবিরুল ইসলাম, এম.এ কবির, আবর মিয়া পীর, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবু তাহের, শফিক আহমদ, ছাদিকুর রহমান ছাদিক, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান মুহিত, সংগঠনের মিডিয়া উইং ফয়সল আহমদ বাবুল, মিডিয়া উইং আশরাফুর রহমান জুয়েল, মিডিয়া উইং মাওলানা সৈয়দুর রহমান, সামসুদ্দিন, হাবিবুর রহমান, পিয়ার আলী প্রমুখ।
আবেদনে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের ছাতক উপজেলার সর্ব দক্ষিণ প্রান্তের দোলার বাজার, ছৈলা আফজালাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও এ ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড। এ ওয়ার্ডের দক্ষিণ প্রান্ত থেকে ছাতক উপজেলা সদর প্রায় ৫৫ কি.মি দূরে অবস্থিত। এত দূর থেকে উপজেলা পরিষদে গিয়ে সামাজিক ও প্রশাসনিক কাজ করা কষ্ঠসাধ্য। তাই দৈর্ঘ্য প্রস্থের বিবেচনায় দৈর্ঘ্যরে দিক থেকে বর্তমান ছাতক উপজেলাকে দুটি অংশে বিভক্ত করা অধিকতর যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। তাই দক্ষিণ ছাতকবাসীর কাজকর্মের সুবিধার্থে দক্ষিণ ছাতকে স্বতন্ত্র উপজেলার দাবী ছাতকবাসী।
আবেদনের অনুলিপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সুনামগঞ্জ জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment