বগুড়ার শেরপুরের প্রায় ৩৬৫ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

আবু বকর সিদ্দিক,শেরপুর(বগুড়া)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত। এই লক্ষ বাস্তবায়নের লক্ষে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চক খানপুর গ্রামের প্রায় ৩৬৫ পরিবার এবার বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে। আর এতেই আনন্দে ভাসছে ওই এলাকার সাধারন মানুষ। সরেজমিনে গিয়ে জানা যায়, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিলেও এখনো তাদের ভাগ্যে জোটেনি বিদ্যুতের আলো। অজোপাড়া গায়ের এই সকল মানুষেরা হারিকেন ও মোমবাতি জালিয়ে এতোদিন আলোর চাহিদা মেটাতো এবং প্রাকৃতিক হাওয়া ছাড়া যারা শরীর ঠান্ডা করতে পারতোনা তারা আজ আধুনিকতার ছোঁয়া পেতে যাচ্ছে। বহু দিনের চাহিদা বিদ্যুত আজ তাদের দোরগোরায়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই এলাকার সুবিধাভোগিরা। চক খানপুর গ্রামের শাহাদৎ, জুয়েল, মরিউম সহ অনেকেই জানান, যুগ যুগ ধরে আমরা অন্ধকারে বসবাস করেছি। আমাদের ছেলে মেয়েরা এতোদিন আলো স্বল্পতার মাঝে লেখাপড়া করেছে। এখন বিনামূল্যে সরকারি বিদ্যুত পেয়ে আমরা খুব আনন্দিত। এখন আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে থাকবেনা। এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি-২ শেরপুর জোনের ডিজিএম মোঃ আব্দুল্লাহ আল-আমিন চৌধুরী জানান, চক খানপুর গ্রামের সকলের সার্বিক সহযোগিতায় বিদ্যুত সঞ্চালনের কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী ৩০ অক্টোবর তারিখের মধ্যেই চক খানপুর সহ শেরপুর উপজেলা শতভাগ বিদ্যুত নিশ্চিত করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment