বগুড়া-৩ আসনটি নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের অগ্রনি ভুমিকা রয়েছে ——রাজু খান

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানিয়ে বলেছেন, একটি মহল দেশে বিশৃংখলা সৃষ্ঠি করে উন্নয়নকে ব্যহত করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনটি নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের অগ্রনি ভুমিকা রয়েছে। তাই সকলেই ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে সহায়তা করুন। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘিস্থ তার নিজ বাসভবনে আদমদীঘির ছয়টি ইউনিয়ন পরিষদ ও সান্তাহার পৌরসভার নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধিদের নিয়ে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজিমুল হুদা খন্দকারের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্যা মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, এ্যাড, সামছুল হক, এসএম বেলাল হোসেন, আব্দুল হক, এরশাদুল হক টুলু, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন খান বাচ্চু, মামুন, ইউপি সদস্যা মাহমুদা বেগম, সোমা পারভিন, ইদ্রিছ আলী, এমদাদুল হক, অলক মহন্ত, আব্দুল মান্নান, ওমর আলী, গোলাম ফারুক, বাচ্চু, চম্পা, ফুতু, মন্টি প্রমূখ। সভায় বক্তাগন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খানকে দলীয় মনোয়ন দেয়ার দাবী জানিয়ে তার পক্ষে নিরলস ভাবে ভোট প্রার্থনার জন্য অঙ্গীকার করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment