ফরিদপুরে অস্ত্র ও ইয়াবাসহ আটক-৩

সাগর চক্রবর্ত্তী,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর শনিবারঃ

ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ২ সহযোগীসহ র‌্যাবের হাতে আটক। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৭টায় ফরিদপুর পৌসভার ব্রাহ্মনকান্দা গ্রামে অভিযানে ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী অর্ধ ডজন অস্ত্র, হত্যা ও মাদক মামলার আসামী মোঃ আরাফাত হোসেন জুয়েল@ভাগনা জুয়েল (৩৮)সহ ২সহ যোগি আটক। আটককৃতরা হলেন ব্রাহ্মনকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্যা পুত্র মোঃ আরাফাত হোসেন জুয়েল , সদরের লক্ষীপুর গ্রামের মোঃ ফারুক শেখের কন্যা মোছাঃ ফারজানা আক্তার(২৮), -গোয়ালচামট এলাকার মোঃ মঙ্গল শেখের পুত্র মোঃ আরিফুল ইসলাম @ আজিম শেখ(৩৫ আটক করে। এ সময় আটককৃতদের নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, ১টি চাপাতি, ২টি ধারালো চাকু, ১১৫ পিস ইয়াবা,১টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। আটক মোঃ আরাফাত হোসেন জুয়েল @ ভাগনা জুয়েল(৩৮) দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর শহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। উল্লেখ্য মোঃ আরাফাত হোসেন জুয়েল @ ভাগনা জুয়েল(৩৮) আনুমানিক ১ বছর পূর্বে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং প্রকল্প এলাকা হতে রাজধানী ঢাকার অন্যতম ত্রাস ফাঁসির দন্ড প্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী নোমান ইবনে বাশার @ টিবিএস বাবু(৩৯) এর সাথে অস্ত্র-গুলিসহ র‌্যাব কর্তৃক আটক হয়। প্রায় ৫ মাস পূর্বে জামিনে বের হয়ে বর্তমানে ফরিদপুর এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। মোঃ আরাফাত হোসেন জুয়েল@ ভাগনা জুয়েল(৩৭) এর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এবং ঢাকা জেলার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলাসহ সর্বমোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। মোছাঃ ফারজানা আক্তার এর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এবং ঢাকা জেলার সাভার থানায় মোট ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদকসহ উল্লেখিত ৩জনকে কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment