ট্রফি জিতে দীর্ঘমেয়াদি অধিনায়কের দায়িত্ব নিতে চাইলেন রোহিত!

ট্রফি জিতে দীর্ঘমেয়াদি অধিনায়কের দায়িত্ব নিতে চাইলেন রোহিত!

বিরাট কোহলি বিশ্রামে থাকায় এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। ফাইনালে শেষ বলে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জেতে ভারত। এরপরই রোহিত দলটির দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।

ফাইনাল ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয়, আপনি কি ভবিষ্যতে দীর্ঘমেয়াদের জন্য ভারতের নেতৃত্ব দিতে তৈরি? জবাবে তিনি বলেন, ‘‘অবশ্যই। আমরা এই মাত্র একটা ট্রফি জিতে আসলাম। ফলে আমি তো দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকবই। যখনই সুযোগ আসবে আমি প্রস্তুত থাকব।’’

রোহিতের নেতৃত্বে ভারত কাপ জিতলেও প্রশ্ন উঠছে, ভারতের মিডল অর্ডার নিয়ে। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জেতার পরে এও বলা হচ্ছে, কেন ভারত এতটা গুটিয়ে ছিল ফাইনালে। এ ব্যাপারে রোহিত অবশ্য মনে করেন, ম্যাচের নিয়ন্ত্রণ সব সময় তাঁদের হাতেই ছিল।

তিনি বলেন, ‘‘আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এই এশিয়া কাপে সেভাবে ব্যাট করার সুযোগ পায়নি। কিন্তু ফাইনালে ওরা দারুণভাবে চাপ সামলিয়েছে। ওদের সম্মীলিত প্রচেষ্টায় আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment