সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় অসুস্থ

সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় অসুস্থ

বাংলা গানের জনপ্রিয় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় অসুস্থ। ফুসফুসে সংক্রমণজনিত কারণে শনিবার তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব তাড়াতাড়ি তার চিকিৎসার জন্য গঠন করা হবে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।

প্রসঙ্গত, এর আগেও অাগস্ট মাসে বাধর্ক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। শনিবার তার সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। ষাটের দশকের এই সঙ্গীতশিল্পীর বয়স ৯১ বছর। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে বয়সের কারণেই কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন চিকিৎসকরা।

আধুনিক ও জনপ্রিয় বাংলা গানের এক কিংবদন্তী নাম দ্বিজেন মুখোপাধ্যায়। বহু গান গেয়েছেন, শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও তার সমান জনপ্রিয়তা। এপার বাংলাই নয়, ওপার বাংলাও একবাক্যে চেনে এই শিল্পীকে। ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাকে। ২০১১ সালে অর্জন করেন বঙ্গবিভূষণ সম্মান। সলিল চৌধুরির সুরে শিল্পীর কালজয়ী কিছু গান শ্রোতাদের মনে থেকে যাবে চিরকাল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment