আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মজবির রহমান মজনুর শোভাযাত্রা

শরেপুর(বগুড়া)প্রতনিধি:

 উন্নত ও সমৃদ্ধ বাংলাদশে গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসনিার সরকাররে ধারাবাহকিতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নর্বিাচনে আবারো নৌকায় ভোট দওেয়ার আহবানে গত রোবাবার সন্ধ্যায় বগুড়ার শরেপুর শহরে শোভাযাত্রা করছেে বগুড়া জলো আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক মজবিার রহমান মজনু ও সহযোগী সংগঠনরে নতেৃবৃন্দরা। শোভাযাত্রা শষেে স্থানীয় বাসষ্ট্যান্ডে এক আলোচনা সভায় উপজলো আ.লীগরে সভাপতি ও পৌর ময়ের আলহাজ্ব আব্দুস সাত্তাররে সভাপতত্বিে প্রধান অতথিরি বক্তব্য রাখনে বগুড়া জলো আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক আলহাজ্ব মজবির রহমান মজনু। আরো বক্তব্য রাখনে উপজলো আওয়ামীলীগরে সহ সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, মোহাম্মাদ আলী মুন্টু, এ্যাড. গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, উপজলো যুবলীগ সভাপতি তারকিুল ইসলাম তারকে, সা. সম্পাদক মোস্তাফজিার রহমান ভুট্টো, জলো ছাত্রলীগ নতো মাহবুবুর রহমান আশকি, স্বচ্ছোসবেক লীগ নতো রজোউল করমি সপ্লিব, সাধারণ সম্পাদক নূরে আলম সান,ি উপজলো ছাত্রলীগ সভাপতি আরফিুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহলে রানা প্রমুখ। এতে শরেপুর উপজলোর বভিন্নি ইউনয়িন ও ওর্য়াড থকেে আ.লীগ ও সহযোগি সংগঠনরে নতোর্কমীরা অংশ ননে। আলোচনাসভায় বক্তারা, আগামী সংসদ নর্বিাচনে মজবির রহমান মজনুকে মনোনয়ন দয়িে নৌকার বজিয় নশ্চিতি ও আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় এনে দশেরে উন্নয়নরে ধারাবাহকিতা রক্ষা করার আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment