চার তারকা ছাড়াই মস্কো পরীক্ষা রিয়ালের

চার তারকা ছাড়াই মস্কো পরীক্ষা রিয়ালের

বিশ্বকাপের মঞ্চ লুঝনিকিতে বিশ্বকাপ খেলতে নামা হয়নি গ্যারেথ বেল কিংবা তার ওয়েলসের। বিশ্বকাপের পরও হচ্ছে না। আর লুঝনিকি তো স্পেনের ফুটবলারদের জন্য দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন ক্লাবের হয়ে ঘুচাতেও মাঠে নামা হচ্ছে না রামোস-ইসকোদের। খেলতে পারবেন না মার্সেলোও। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে সিএসকে মস্কো পরীক্ষা দিতে হবে প্রথম একাদশের চার ফুটবলার ছাড়াই।

এমনিতে সময় ভালো যাচ্ছে না রিয়ালের। পর পর দুই ম্যাচে লা লিগায় পয়েন্ট খুইয়েছে। বার্সার হারের দিনে হেরেছে তারা। বার্সার সমতার দিনে তাদেরও সমতা। অথচ এর একটা ম্যাচে জিতলে বার্সেলোনাকে ছাড়িয়ে যেতো রিয়াল। কিন্তু লোপেতেগুইয়ের শিষ্যরা তা পারেনি। সেভিয়ার বিপক্ষে হার এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সমতার পর মাঠে নামতে হবে চ্যাম্পিয়নস লিগে।

রোনালদো পরবর্তী রিয়ালের ভরসা গ্যারেথ বেল-ইসকোরা। তাদের ছাড়া রিয়াল তাই কেমন করবে সেটা অবশ্য বলা কঠিন। তবে রিয়ালের সাবেক তারকা ডি মারিয়ার কথা মাথায় থাকলে বলা যায় রিয়াল ভালোই করবে। তিনি একবার বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগের সুর কানে গেলে অন্যদল হয়ে যায় রিয়াল মাদ্রিদ।

ইনজুরির কারণে চলতি মৌসুমের শুরুতেই ছিটকে গেছেন রিয়ালের লেফট ব্যাক মার্সেলো। অ্যাথলেটিকোর বিপক্ষে দলে ছিলেন না তিনি। অ্যাপেনডিসাইটিস অস্ত্রোপচার করিয়েছেন ইসকো সপ্তাহ খানেক হলো। এই দু’জনকে পাওয়ার ভরসা রিয়াল কোচ আগেই ছেড়ে দিয়েছেন। অ্যাথলেটিকোর বিপক্ষে নেমে তিনি হারিয়েছেন আরও দুই তারকাকে। একজন দলীয় অধিনায়ক সার্জিও রামোস অন্যজন গ্যারেথ বেল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে তাদেরকে ছাড়াই খেলতে হবে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে।

বেলকে নিয়ে রিয়াল কোচ লোপেতেগুই বলেন, ‘অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে সে কিছুটা অস্বস্তি বোধ করেছিল। তাই আমরা ওকে দ্বিতীয়ার্ধে আর খেলাইনি। এ মুহূর্তে তাকে নিয়ে ঝুঁকি নিতেও চাই না। সে বিশ্রামে থাকছে।’ চোটে পড়া বেলের জায়গায় রিয়াল একাদশে অভিষেক ম্যাচে গোল পাওয়া মারিয়ানো ডিয়াজের দেখা যেতে পারে। নতুন এই নাম্বার সেভেন ছাড়াও রিয়ালের হয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে অভিষেক হওয়া ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যেতে পারে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment