নওগাঁ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলমের শো-ডাউন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে প্রধান দুই দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দিন-রাত তাদের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের কার্যকরী সদস্য ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে ধামইরহাট ও পতœীতলা উপজেলায় মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। তিনি নওগাঁ-২ আসনের এলাকায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও দলীয় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি করতে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। এলাকার অসহায়, নিপীড়িত ও অত্যাচারিত মানুষের সুখে-দু:খে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। তিনি উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত আ’লীগের সদস্য নবায়ন, সংগ্রহ ও কর্মীসভার মাধ্যমে দলের ভিত শক্তিশালী ও ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষে দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি পথসভায় বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করাই আমাদের একমাত্র লক্ষ্য। তৃনমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটাররা বিশেষ করে যুব সমাজ আমার পাশে আছেন। আমি বর্তমান সরকার প্রধান বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা শো-ডাউন ও র‌্যালীর মাধ্যমে তৃণমূলের মানুষদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছি। কারন বর্তমান ক্ষমতাসীন কোন কোন এমপি শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডকে তৃনমূলের মানুষের কাছে পৌছায় না। তারা শুধু আ’লীগের নাম ভাঙ্গিয়ে নিজেদের পকেট গরম করছে। তাই আগামী নির্বাচনে তৃনমূলের জনপ্রিয়তা ও দলীয় কর্মকান্ডের সঙ্গে কে কতটুকু যুক্ত তা যাচাই-বাছাইয়ের ভিত্তিতে দলীয় মনোনয়ন দেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রীর কাছে। তিনি বলেন, আমাকে যদি উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা মার্কা দেয়া হয়, তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারবো বলে আশাবাদি। তিনি প্রতিটি পথসভায়, সমাবেশে ও উঠান বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও সরকারের নানামুখী সফলতার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। এছাড়াও তিনি ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের তালিকা ও ব্যক্তিগত পরিচিত সংবলিত লিফলেট বিতরণ করেন। প্রতিটি নির্বাচনী প্রচারনার সময় দুই উপজেলার ১৯টি ইউনিয়নের আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের তৃণমুল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে অংশ নিচ্ছেন।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment