পটুয়াখালীর দশমিনায় আশার আলো ছড়াচ্ছে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়।।

 পটুয়াখালী সংবাদদাতা, ০৮ অক্টোবর ২০১৮ইং।।

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ানের মধ্যে গছানী গ্রামে গড়ে উঠেছে বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়। ২০১৫ সালে প্রায় ৪৫ জন ছাত্র ছাত্রী নিয়ে একটি টিনের ঘরে যাত্রা শুরু বিদ্যালয়টির। পরে স্থানীয় কাজী কামাল হোসেন ৫৫ শতাংশ জমি দান করায় দানকৃত জমির উপর নির্মান করা হয় নতুন আরেকটি টিনসেট বিদ্যালয়। বর্তমানে আরেকটি টিনের ঘরের নির্মান কাজ চলমান রয়েছে। উপজেলার একাধিক ইউনিয়ন থেকে প্রায় ৪৫ জন প্রতিবন্ধিদের ৮ জন শিক্ষক দ্বারা এ বিদ্যালয় পাঠদান সম্পন্ন হয়, শিক্ষার্থীদের সঙ্গে আনা-নেয়ার জন্য রয়েছে ১টি ভ্যান।শিক্ষার্থীদেও কোন বেতন দিতে হয় না আর শিক্ষকরাও চাকরি করছেন বিনা বেতনে। গত ৩ বছরে বিদ্যালয়টিতে সরকারী কোন সহযোগীতা পায়নি। অভিভাবক মো.শাহজাহান জানান, আমার ছেলে জম্মগত ভাবেই প্রতিবন্ধী। এ স্কুলে ভর্তি করার পর থেকে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমার ছেলে শিক্ষার আলো দেখতে শুরু করেছে। সে এখন জাতীয় সংগীত, কবিতা ও নিজের নাম লিখতে পারে। বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষিকা মোসা. নাজনীন আক্তার মিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো.কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে বিনা বেতনে লেখা-পড়াসহ তাদেরকে নাস্তা দেয়ার খরচ বহন করতে হচ্ছে আমাদের। যা খুবই কস্টসাধ্য তবুও আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সরকারী সহযোগীতা পেলে বিদ্যালয়টি উপজেলায় মডেল বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ে পরিনত হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এলাকাবাসীর প্রানের দাবী বিদ্যালয়টি অচিরেই যেন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment