২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নবাবগঞ্জে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নবাবগঞ্জে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচী

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশকে রাস্তায় টহল দিতে দেখা গেছে।
জানা যায়, সংগঠনের নির্দেশনা মোতাবেক বুধবার সকাল ৮টা থেকে ১৪টি ইউনিয়ন ও বাস টার্মিনাল, স্ট্যান্ডসহ জনবহুল স্থান গুলোতে নেতাকর্মীরা নিশ্চুপ অবস্থান নেয়। রায় ঘোষণার পর পরই নেতাকর্মীরা উৎফুল্লতা প্রকাশ করেন। পরে তারা জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন। একে অপরকেও মিষ্টি মুখ করান।
উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, আওয়ামীলীগ নেতা- নাসির উদ্দিন, সামছুল হক, জালাল উদ্দিন রুমি, শাহীন খান, আব্দুর রাজ্জাক মুন্না, মাসুদ আলম, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ নয়ন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান, ছাত্রলীগ নেতা- মেহেদি হাসান রানা, নাহিদুল আলম নাদিম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment