বেনজেমা বললেন, আমাকে ভুলে যাও

ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছিলেন, দেশের জার্সিতে করিম বেনজেমার ক্যারিয়ার শেষ। পাল্টা জবাবে রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, আমাকে ভুলে যাও

অভিমান? হতে পারে। রাগ হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। প্রায় তিন বছর হলো অনেক সাধের জাতীয় দলের বাইরে করিম বেনজেমা। এর মধ্যে কেউ যদি বলেন, ফ্রান্সের জার্সিতে বেনজেমার ক্যারিয়ার শেষ, তাঁর আর দেওয়ার কিছু নেই—তাহলে কিছুটা অভিমান কিংবা রাগ হওয়াই স্বাভাবিক। সে মন্তব্যকারী যে-ই হোক না কেন। ৩০ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড তাই ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতিকেও ছেড়ে কথা বলেননি। নোয়েল লি গ্রেতকে বেনজেমা সোজাসাপ্টাই বলেছেন, আমাকে ভুলে যাও।

২০১৫ সালের অক্টোবরের পর ফ্রান্সের জার্সিতে আর খেলার সুযোগ পাননি বেনজেমা। সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ‘ব্লাকমেইল’ করার মামলা চলছে তাঁর বিরুদ্ধে। আগামী মাসের শুরুর দিকে এ মামলার রায় হওয়ার কথা। বেনজেমার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর তাঁকে আর জাতীয় দলে ডাকেননি কোচ দিদিয়ের দেশাম। ২০১৬ ইউরো ও রাশিয়া বিশ্বকাপে তাঁকে ছাড়াই খেলেছে ফ্রান্স। তাঁকে ছাড়াই বিশ্বকাপ ট্রফিও জিতেছে দল। এ ছাড়া ফরাসি দলটির আক্রমণভাগে এখন রয়েছেন আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পেদের মতো তরুণ ও পরীক্ষিত ফরোয়ার্ড। বেনজেমার জাতীয় দলের জার্সিতে ফেরাটা তাই এক প্রকার অসম্ভবই।

এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দেন নোয়েল লি গ্রেত। ওয়েস্ট ফ্রান্সকে বলেছেন, ‘বেনজেমার বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত রেষ নেই। সে দলের সঙ্গে ভালো আচরণই করেছে। কিন্তু জাতীয় দলে তাঁর আর ফেরা সম্ভব না। বেশ দীর্ঘ সময় ধরেই তাঁর ফর্ম ভালো যাচ্ছে না।’ এফএফএফ সভাপতির এমন মন্তব্যের পর টুইট করেন বেনজেমার সদ্য সাবেক এজেন্ট জাজিরি, ‘নোয়েল বেশ আগেই বেনজেমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছে। সে এই কথা গত জুনেও বলেছে এবং এখন আবার বলল। কারণটা কী? এটা কি তোমার (বেনজেমা) ভুল? ফিফার কাছে আবেদন করে তাঁকে অন্য দলে খেলার সুযোগ দেওয়া হোক—তাহলে বোঝা যাবে সত্যিই ফুরিয়ে গেছে কি না।’

সাবেক এজেন্টের এই বক্তব্য রি-টুইট করেছেন বেনজেমা। তবে কোনো জবাব তিনি দেননি। জবাবটা দিয়েছেন এফএফএফ সভাপতি। বেনজেমার টুইট, ‘জনাব নোয়েল লি গ্রেত, আপনাকে বলছি আমাকে ভুলে যান এবং একা থাকতে দিন। ফ্রান্স এখন বিশ্বচ্যাম্পিয়ন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সবকিছু অর্থহীন।’

বেনজেমা আপাতত চোটের সঙ্গে লড়াই করছেন। ২৮ অক্টোবর ‘এল ক্লাসিকো’য় তিনি খেলবেন কি না তা নিয়ে সন্দেহ আছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment