একই পরিবারের ৩ জন হাসপাতালে শরণখোলায় অজ্ঞান করে স্বর্নালংকার নগদ টাকা ও মালামাল লুট

আবু হানিফ, বাগেরহাট অফিস :

শরণখোলায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা। গৃহকর্তা কাওসার হোসেন তালুকদার (৫০), স্ত্রী রেহেনা বেগম(৪৫) ও পুত্রবধু মিমকে (২৮) শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার পশ্চিম খাদা গ্রামে। ক্ষতিগ্রস্তদের স্বজন ও প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সকলের অগোচরে দুর্বত্তরা খাবারের সাথে ঔষধ মিশিয়ে রেখে যায়। রাতে ওই খাবার খেলে বাড়িতে থাকা পরিবারের তিনজনই অচেতন হয়ে পড়ে। এ সময় দূর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য মালামাল লুট করে নির্বিঘেœ পালিয়ে যায । রাতেই অসুস্থ্য তিনজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গৃহকর্তা কাওসার হোসেনের এখনো জ্ঞান ফিরেনি। হাসপাতালে চিকিৎসাধীন রেহেনা বেগম জানান, দুর্বত্তরা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৮ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে। শরণখোলার থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment