ঝিনাইদহের কালীগঞ্জে পৌরস্বেচ্ছাস্বেবকলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের  শামসুল বিশ্বাসের বড় ছেলে আব্দুর রহিমকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরস্বেচ্ছাস্বেবকলীগ নেতা ও ওয়ার্ড স্বেচ্ছাস্বেবকলীগের প্রস্তাবিত আহ্বায়ক।স্থানীয়সূত্রে জানা যায়, গ্রামের কে বা কারা তার বাড়ির সামনে সিঁড়ির ইটের নিচে ইয়াবা রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তথ্য দিয়ে হয়রানি করার চেষ্টা করে। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯ টার সময়। তল্লাসির এক পর্যায়ে সিড়ির ইটের নিচে কি ভাবে মাদক পাওয়া যায় প্রশ্ন তুললে আইনশৃঙ্খলা বাহিনী লোকজনের সামনে তোপের মুখে পড়ে চলে যায়।
স্থানীয় একই গ্রামের মামুনুর রহমান, আছমত বিশ্বাস সহ বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, আব্দুর রহিম একজন পরিশ্রমী সাংগঠনিক ছেলে। গ্রামে অসহায় মানুষের সহযোগিতায় সে অক্লান্ত। বিপদে আপদে সকলের পাশে ছুটে চলা তার পেশা। সামান্য কাজ করে কোনো রকম সংসার চলে তার।ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খাইরুল ইসলাম ও সাংগাঠনিক সম্পাদক মোস্তাক হোসেন বলেন, সাধারন মানুষকে নিয়ে যারা মিথ্যা ষড়যন্ত্র  ও হয়রানিমুলক কাজ করছে তাদের কে সঠিক ভাবে তদন্ত করে আইন এর আওতায় আনা হউক এবং তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।তারা আরও বলেন, এটা সাজানো নাটক। সমাজে এরা কারা যে সাধারন মানুষদের হয়রানির করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment