আবেগপ্রবণ আলিয়ার খোলা চিঠি

আবেগপ্রবণ আলিয়ার খোলা চিঠি

‘ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে’-তে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বড় বোন শাহিন ভাটের প্রথম উপন্যাস ‘নেভার বিন (আন) হ্যাপিয়ার’ প্রকাশিত হয়েছে। বইটিতে শাহিনের নিজের অবসাদগ্রস্ততার কথা উঠে এসেছে।

বোনের বই পড়ে একটি খোলা চিঠি লিখছেন আলিয়া। যাতে শেয়ার করেছেন নিজের আবেগপ্রবণ মুহূর্তের কথা। আর আলিয়ার নিজেই লেখা সেই চিঠি পড়ার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

ভাইরাল হয়ে গেছে।

আলিয়া জানান, শাহিনের এই বইটি নিয়ে রীতিমতো গর্ব হচ্ছে। পরিবারের প্রত্যেকে ওকে খুব ভালোবাসে। ওর মুখ থেকে এক সময় হাসি মিলিয়ে গিয়েছিল। সেই সময়ে সম্পূর্ণভাবে ওর পাশে থাকতে পারেন বলে ক্ষমাও চেয়েছেন তিনি।

এই চিঠি লিখতে রীতিমতো ‘স্ট্রাগল’ করতে হয়েছে বলেও জানান সুন্দরী এই অভিনেত্রী। আলিয়া লিখেছেন, ২৫ বছর এক সঙ্গে থাকার পরেও শাহিনের কিছু সময় নীরব হয়ে থাকার মানে বুঝতে পারিনি। বাড়ির সবাই মিলে যখন বাইরে কোথাও খেতে যাওয়া হত, শাহিন একা থাকতে চাইত। ভাবতাম, বাড়িতেই হয়তো টিভি দেখতে ভালোবাসে শাহিন। ওর বইটা পড়েই ‘বেসিক হিউম্যান লেভেল’টা আসলে বুঝতে পেরেছি। জীবন সম্পর্কে একটা অন্যরকম বোধ তৈরি হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment