দোহারের কার্তিকপুর স্কুলের শিক্ষার্থীদের মাঝে মশার কয়েল বিতরণ

দোহারের কার্তিকপুর স্কুলের শিক্ষার্থীদের মাঝে মশার কয়েল বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:

গত ১৪ অক্টোবর রোববার দুপুরে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মাঝে দুই পেকেট করে মশার কয়েল বিতরণ করা হইয়াছে। উপজেলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের, SAMS-92 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে কার্তিকপুর স্কুলের প্রধান শিক্ষক ফারুক-ই-আযম’এর সভাপতিত্বে এই কয়েল বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডেঙ্গুজ্বর ও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এ সি আই লিমিটেড এর সহযোগীতায় SAMS-92 ব্যাচের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবিরুল বাশার পিএইচডি’র মুল পরিকল্পনায় দোহার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর মাঝে কয়েল বিতরণ করার কাজ শুরু করেন SAMS- 92 নামক একটি অরাজনৈতিক সংগঠন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কার্তিকপুর স্কুলের বার বার গভর্নিংবডির সভাপতি আজীবন দাতা সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, তিনি বলেন, শিক্ষার্থীদের মশার কামড়ে ডেঙ্গুজ্বর সহ বিভিন্ন রোগজীবাণু থেকে রক্ষা পায় এবং মশার উপদ্রব থেকে লেখাপড়া সুন্দর ভাবে করতে পারে সেই জন্য কোম্পানিটি সারাদেশে প্রায় তিন কুটি টাকার ব্ল্যাক ফাইটার জাম্বো ব্র্যান্ড নামক মশার কয়েল বিতারণের ব্যবস্থা করেন এ সি আই লিমিটেড।এমন একটি কর্মযজ্ঞ সন্দেহাতীতভাবে প্রশংসিত। তিনি স্কুলের পক্ষে এই সংগঠন ও এ সি আই লিমিটেড কোম্পানিকে ধন্যবাদ জানান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ,নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান,SAMS-92 এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক মো.খোরশেদ আলম,কোষাধ্যক্ষ ইকবাল হোসেন,সাবেক সভাপতি ও ছাত্রনেতা আলমগীর হোসেন,সদস্য মোশারফ হোসেন,মামুন মৃধা,জাহাঙ্গীর আলম ফরহাদ, অভিভাবক সদস্য মোঃ পিয়ার হোসেন,সহ সকল শিক্ষক শিক্ষার্থীগন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment