চিলমারীতে স্বাধীনতার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখার লক্ষে আলোচনানুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে স্বাধীনতার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখার লক্ষে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফকিরের হাট উচ্চ বিদ্যালয় হল রুমে রাণীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড’র আয়োজনে এ আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাণীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন’র সভাপতিত্বে আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কালাম। বিশেষ অতিথি হিসেবে গণতন্ত্রী পার্টির কুড়িগ্রাম জেলা সহ- সভাপতি সুভাষ চন্দ্র শীল, আবেদনকারী মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমূখ। আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কালাম বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা পাকিস্থানী শোষণ, নিপীড়ন ও অত্যাচার থেকে দেশকে স্বাধীনতা এনে দেয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে স্বাধীনতার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে আবেদনকারী মুক্তিযোদ্ধাদেরকেও কাজ করতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment