আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ ভাড়ারা ইউনিয়ন (১,২,৩) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ পাবনা সদর উপজেলা শাখা। সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ছাত্রলীগ সদর উপজেলা শাখার সভাপতি শেখ ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেনের পরিচালনায় এসময় আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, আমির সোহেল মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী তুষার, সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন প্রমূখ। বক্তারা অবিলম্বে রাকিবুল ইসলাম রকির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এসময় সদর উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ, সৌরভ, যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম রাব্বি, শুভ খান, সাব্বির হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক শাকিল খান, ছাত্রলীগ নেতা সুমন, উল্লাস, আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।