রাজৈরে লোহার কুমার নদে ভেলা বাইচে হাজার মানুষের ঢল।

 মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধি ॥

এক সময় সারা বাংলায় জনপ্রিয় ছিল নৌকা বাইচ। কালের বিবর্তনে অনেকটাই এখন হারাতে বসেছে। কিন্তু সেই বাইচের ধারাবাহিকতায় মাদারীপুরের রাজৈর উপজেলার থানার মোড় লোয়ার কুমার নদে সুপার কিং ক্লাব এর আয়োজনে হয়ে গেল কলাগাছ দিয়ে তৈরী ভেলা বাইচ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থানে নৌকাবাইচ প্রতিযোগিতা হলেও মাদারীপুরে রাজৈর উপজেলার থানার মোড় লোয়ার কুমার নদীতে বুধবার বিকেলে হয়ে গেলো বেতিক্রম ধর্মি ভেলা বাইচ প্রতিযোগিতা। খালে কলাগাছ দিয়ে তৈরী ভেলাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবকেরা। দুপুর থেকেই ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে দুর-দুরন্তে থেকে হাজার হাজার দর্শনার্থী আনন্দ উল্লাসে উপভোগ আসা সাধারণ মানুষ এসে নদীর দুপাশে জড়ো হন শিশু-কিশোরসহ সববয়সের মানুয়ের ভির লক্ষকরার মতো। কেউ কেউ গাছের উপড়ে চড়ে, নদীর পাড়ে দাড়িয়ে থেকে উপভোগ করেন এই ব্যতীক্রমী আয়োজন। দর্শনার্থীদের আনন্দ- উল্লাস দেখে মনে হয়েছে কিছুটা হলেও নৌকা বাইচের তৃষ্ণা মিটিয়েছে এই ভেলাবাইচে। মন মুগ্ধকর এই আয়োজন দেখে খুশি সর্বস্থরের জনগন।॥ ভোলা আয়োজক সজিব মিয়ার সভাপত্বিতে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ , ক্তযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ ও রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ প্রমুখ। দলে দলে বিভক্ত হয়ে মোট ৬০টি ভেলা এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রতম পুরস্কার হিসেবে এলইডি টিভি, ২য় পুরুস্কার হিসেবে স্পিকার, ৩য় পুরুস্কার ঘড়ি দেওয়া হয় এছাড়াও সকল অংসগ্রহন কাদিরের সান্তনা পুরুস্কার দেওয়া হয়। এলাকাবাসীকে আনন্দ দিতে বিশেষ বিশেষ দিনে প্রতি বছর এই ভেলা বাইচের ধারা অব্যাহত রাখতে চান আয়োজকরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment