পটুয়াখালীতে দুর্যোগের আপদকালীন পরিকল্পনা কর্মশালা সম্পন্ন।।

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীতে এলনা প্রজেক্টের দুর্যোগকালীন সময় আপদকালীন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ১০ঘটিকায় জেলা প্রশাসক দরবার হলে অক্সফাম এর অর্থায়নে, কোডেক পটুয়াখালীর সহযোগিতায় এসডিএ এর আয়োজনে এম্পাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এক্টরস (এলনা) প্রজেক্টের আওতায় ভ্যালিডেশন ওয়ার্কশপ অন কন্টিজেন্সি প্লান ফর পটুয়াখালী ডিস্ট্রিক্ট কর্মশালা সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।এসডিএ নির্বাহী পরিচালক কে.এম.এনায়েত হোসেন এর সভাপতিত্বে পটুয়াখালীতে ‘দুর্যোগকালিন সময় আপদকালিন পরিকল্পনা’ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশ্রাফ। কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হেমায়েত উদ্দিন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো.নজরুল ইসলাম, কোডেক এলনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার খাদিজা বেগম, এনএসএস এর ফোকাল পার্সন হাসান উল বান্নাহ্ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment