ভি.ডি.এস. এর উদ্যোগে শিবচরস্থ এইচ বি হসপিটাল লিঃ এ বিনামূল্যে চক্ষূ চিকিৎসা শিবির অনুষ্ঠিত।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় ও সন্ধানী চক্ষূ হাসপাতালের কারিগরী সহায়তায় ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি.ডি.এস) এর উদ্যোগে ২০ অক্টোবর -২০১৮ রোজ শনিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষূ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্প শুভ উদ্বোধন করেন জনাব মোঃ ইমরান আহমেদ উপজেলা নির্বাহী অফিসার শিবচর,মাদারীপুর। সন্ধানী চক্ষূ হাসপাতালের প্রফেসর ডাঃ মালিক ইফতেখার সিদ্দিকী এর নেতৃত্বে ১০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন।সার্বিক সহযোগিতায় ছিলেন ভি.ডি.এস. পরিচালক এ.বি.এম মাহবুব হোসেন (বাদল) এর নেতৃত্বে ১৫ জন স্বেচ্ছাসেবক। প্রায় ৪ শতাধিক লোকের বিনা ভিজিটে প্রেসক্রিপশন, নেত্রনালীর অপারেশন সহ মাইনর অপারেশন করা হয়। মেজর অপারেশনের জন্য শতাধিক রোগী বাছাই করা হয়। তার মধ্য থেকে ২৫ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র চক্ষু রোগীর চোখের ছানি অপারেশন বিনামূল্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment