চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নামে সড়ক

চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নামে সড়ক

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের এক বিস্ময় জাগানো নাম আইয়ুব বাচ্চু। যার কণ্ঠের জাদু আর গিটারের মুর্ছনা ভক্ত-শ্রোতাদের মুগ্ধ করে রাখতো। বাংলা ব্যান্ড সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান এই রকস্টার।  দেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি গায়ক ও গিটার বাদক আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভক্তরা।

চট্টগ্রামের ছেলে আইয়ুব বাচ্চু। সেখানে নিজ গ্রামে মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হচ্ছে তার মরদেহ। চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর লাশ নেয়া মাত্রই তাকে এক নজর দেখতে ঢল নামে ভক্তদের।  আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা রেখে  সেখানকার মেয়র   আ জ ম নাছির উদ্দিন  ঘোষণা দেন, ‘আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রাম মুসলিম হলের নামকরণের ইচ্ছা রয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় একটি সড়কেরও নামকরণ করা হবে।’

তিনি আরও বলেন,  ‘চট্টগ্রামের সম্পদ আমাদের আইয়ুব বাচ্চু। সমগ্র দেশের গর্ব। তিনি  আমৃত্যুু তরুণদের ভালোপথে ঢেকেছেন। গান গেয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেকে উপস্থাপন করেছেন। দেশকে অনেক কিছুই দিয়েছেন তিনি। এবার আমরা কিছুটা হলেও তাকে দেয়ার চেষ্টা করবো।’

এর আগে সকাল দশটার দিকে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর মরদেহ পৌঁছালে সেখান থেকে মরদেহ গ্রহণ করেন মেয়র। এরপর বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় তার চতুর্থ নামাজে জানাজা। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সঙ্গীতের এ উজ্জল নক্ষত্র।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment