সাংবাদিক স্বপনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আমানুল্লাহ (রাজশাহী প্রতিনিধি):

পাবনায় কর্মরত বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১১টার সময় নগরীর জিরো পয়েন্টে প্রেসক্লাবের সামনে এটি পালিত হয়। রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিটিসি নিউজ এর সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কর্মসূচি থেকে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের জোরালো দাবি জানানো হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ দৌলার পরিচালনায় মানববন্ধনটিতে সাংবাদিকদের সকল প্রকার নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। তাছাড়া নগরীতে হিন্দু ধর্মীয় উৎসব দশমীর দিন সাংবাদিক সুব্রত দাসের বাড়িতে দূধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে অন্যন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- চ্যানেল আই এর রাজশাহী ব্যুরো প্রধান আবু সালেহ মোঃ ফাত্তাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির মহানগর সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ রিপন,দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরে ইসলাম মিলন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হাসনাইন হিকোল, দৈনিক সংবাদের রাজশাহী ব্যুরো প্রধান সুব্রত দাস, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, যুবনেতা আসাদুল হক দুখু, ফুটাপাত ব্যবসায়ী সমিতির আইয়ুব আলী তালুকদার,শাহ মার্কেট ব্যবসায়ী মিঠু সাহাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 3 Attachments

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment