জামালপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা

জামালপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জামালপুর আমলি আদালতে একটি মানহানি মামলা হয়েছে। জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা রোববার দুপুরে এই মামলা দায়ের করেন। এ সময় বিচারিক হাকিম সোলায়মান কবির মামলাটি আমলে নিয়ে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদী ফারজানা ইয়াসমিন লিটার আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ হাজার কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারিক হাকিম সোলায়মান কবির মামলাটি আমলে নিয়ে বিবাদী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন টকশোতে কথা বলার একপর্যায়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন ব্যারিস্টার মইনুল হোসেন। পরে তিনি মাসুদা ভাট্টির কাছে ফোন করে ক্ষমা চান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment