রাউজানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক মাদক জঙ্গি বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

‘সমাজ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে রাউজান গহিরা খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত হল সামাজিক সচেতনতামুলক আলোচনা সভা। উক্ত সচেতন-মুলক অনুষ্ঠানে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাসক্ত সহ ইত্যাদি বিষয়ের উপর শিক্ষার্থীদের নিয়ে সমাজিক এসব বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ রোধ, শিক্ষা, সমাজ তথা রাষ্ট্রের উপর বাল্যবিবাহের কুপল, মাদক থেকে দূরে থাকা, একজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় শিক্ষার্থী হতে হবে। আলোচনায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বাল্যবিবাহ সমাজ, দেশ, পরিবার, উন্নয়ন সব কিছুর জন্য একটি অভিশাপ। এটি মা এবং নবজাতকের মৃত্যু ঘটায়। তারা আরো বলেন, মাদক মানুষকে অস্থায়ী তথাকথিত কিছু সময়ের জন্য সুখ দিলেও স্থায়ীভাবে তাজা প্রাণ কেড়ে নেয়। তাই সবাইকে মাদককে না বলতে হবে। এবং দেশ ও সমাজ থেকে মাদক প্রতিরোধ করতে হবে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো শোয়াইব বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে কিন্তু বাল্য বিবাহ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে, তাই আমাদের সকলকে এটির কুপল সর্ম্পকে জানতে হবে এবং উচ্চ শিক্ষা অর্জনের জন্য সকল ছাত্রছাত্রীদের স্বপ্নবাজ হতে হবে। একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ বলেন, আমাদের সকলকে প্রবৃত মানুষ হতে হবে। ধর্মের দোহায় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড তথা জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষিকা মোছাম্মৎ শাহনাজ পারভিন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment