স্থানীয় সাংসদ পুত্রের কুশপুত্তলিকা দাহ গোপালপুরে ডা. দীপু মনির জনসভা বাতিল

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ দিপু মনির শনিবারের পূর্ব নির্ধারিত জনসভা বাতিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের জুতা মিছিল শেষে স্থানীয় সাংসদ পুত্রের কুশপুত্তলিকা দাহসহ জনসভার ব্যানার ফেষ্টুন, তোরণ ভাংচুর করার মাধ্যমে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে এ সভা বাতিল করা হয়। উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী এ খবর নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, উপজেলা ও জেলা আওয়ামীলীগকে পাশ কাটিয়ে টাঙ্গাইল ০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামান শনিবার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর কলেজ মাঠে এ জনসভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিকে। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় অধিকাংশ নেতাকর্মী অভিযোগ করেন, স্থানীয় সাংসদ নিজ পুত্র মশিউজ্জামান রোমেলকে কৌশলে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা দেয়ার জন্য ওই জনসভার আয়োজন করেন। নৌকার মনোনয়ন প্রত্যাশী অপর চার প্রার্থীকে সুকৌশলে জনসভা থেকে বাদ দেয়া হয়। এদিকে জনসভা বাতিলের দাবিতে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা দু’দিন ধরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন। গত শুক্রবার গভীর রাত পর্যন্ত সাংসদ খন্দকার আসাদুজ্জামানের পুত্র মশিউজ্জামান রোমেলের বিরুদ্ধে জুতা মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়। বেশ কয়েক স্থানে জনসভার ব্যানার ফেষ্টুন ও তোরণ ভাংচুর করা হয়। মনোনয়ন প্রত্যাশী ও গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার অভিযোগ করেন, দলকে পাশ কাটিয়ে জনসভা ডাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অপর মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জানান, জেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ডাকা জনসভায় জেলা নেতৃবৃন্দ অংশগ্রহনে অসম্মতি জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তি আশরাফুজ্জামান স্মৃতি জানান, চার মনোনয়ন প্রত্যাশীকে অন্ধকারে রেখে একপেশে জনসভায় কেউ অংশ নিচ্ছেন না। অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অবঃ) হারুন অর রশীদ জানান, ডাক্তার দিপু মনির সঙ্গে শনিবার তাঁর যোগাযোগ হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে তিনি শনিবারের জনসভায় আসছেন না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার জানান, দলীয় সংঘাত এবং অপ্রীতিকর পরিস্থিতি রক্ষার স্বার্থে ডাঃ দিপু মনির পরামর্শে জনসভাটি বাতিল করা হয়েছে। ওসি হাসান আল মামুন জানান, শান্তিশৃঙ্খলা রক্ষায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। শেষ পর্যন্ত জনসভা বাতিল হওয়ায় পরিবেশ এখন শান্ত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment