বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলনে খেপুপাড়া সরকা‌রি ম‌ডেল মাধ্য‌মিক বিদ্যাল‌য় এর ০৪ মেধাবী শিক্ষার্থী ।।

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,২২ অক্টোবর ২০১৮ ।।

বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮ তে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ০৪ মেধাবী শিক্ষার্থী পুরস্কার লাভ করেছেন। ২১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক স‌ম্মেলন কে‌ন্দ্রে বাংলা‌দেশ কি‌শোর-কি‌শোরী স‌ম্মেলন ২০১৮ অনু‌ষ্ঠিত হ‌য়েছে। অনুষ্ঠা‌নে অংশগ্রহন করার জন্য খেপুপাড়া সরকা‌রি ম‌ডেল মাধ্য‌মিক বিদ্যাল‌য় এর ৪ (চার) জন মেধাবী ছাত্র-ছাত্রী পটুয়াখালী জেলায় প্র‌তি‌যো‌গিতার মাধ্য‌মে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। নির্বা‌চিত ছাত্র-ছাত্রীরা হ‌লেন দিবারুল ইসলাম দ্বীপ,দশম শ্রে‌ণি। সুমাইয়া জান্নাত জু‌ম্মি,দশম শ্রে‌ণি। শায়লা ইসলাম, নবম শ্রে‌ণি ও নবম শ্রেণীর ছাত্র স্বা’দ্বীন বিন আবিদ। বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসেফ)এর অর্থায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.কাজী খলীকুজ্জামান আহমদ, সভাপতি, পিকেএসএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, আসাদুজ্জামান নূর, পিকেএসএফ এর সদস্য নাজনীন সুলতানা, ব্যাবস্থাপনা পরিচালক, মো.আবদুল করিম প্রমুখ। এতে বাংলাদেশের সমগ্র অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা উপজেলা থেকে জেলা পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, জাতীয় পর্যায়ে আমার বিদ্যালয়ের ০৪ জন শিক্ষার্থী অংশ নিতে পারায় আমি সহ সমগ্র কলাপাড়াবাসী গর্বিত, আশা করি এ ধরনের প্রতিযোগিতায় আমার শিক্ষার্থীরা যেন প্রতি বছর অংশ নিতে পারে সে ব্যাবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইব্রাহিম খলিল নুরুজ্জামান এবং আইসিটি শিক্ষক মো.নুরুল হকের দক্ষ নেতৃত্বে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতার সাথে এ ধরনের প্রতিযোগিতায় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment