বাউফলে ইলিশ শিকার করতে গিয়ে ইউপি সদস্যসহ আটক-৪

 বাউফল (পটুয়াখালী)সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করতে গিয়ে সাগর মাতব্বর নামের এক ইউপি সদস্যকে আটক করেছে প্রশাসন। এ সময় তাজুল ইসলাম, কাদের হাওলাদার, ও ফয়জুল মৃধা নামের তিন জেলেকে আটক করা হয়। আটক ইউপি সদস্য ভোলার বোরহান উদ্দিন উপজেলার জয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিন জেলে একই ওয়ার্ডের বাসিন্দা। কালাইয়া নৌ পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এ এস আই মহিউদ্দিন জানান, গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও নৌপুলিশ উপজেলার তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালিয়ে একজন ইউনিয়ন পরিষদ সদস্যসহ চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ছিলেন মো. ইবনে আল জায়েদ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment