দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মন্জুর আলী শাহ , দিনাজপুর প্রতিনিধিঃ

“আইন মেনে চলবো-নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের নেতৃত্বে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জয়নুল আবেদীন, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. সাঈদ হোসেন ও নিরাপদ সড়ক চাই’র (নিসচা) দিনাজপুর শাখার সহ-সভাপতি আশিষ কুমার দত্ত বাবলাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জয়নুল আবেদীন’র সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. সাঈদ হোসেন ও নিরাপদ সড়ক চাই’র (নিসচা) দিনাজপুর শাখার সহ-সভাপতি আশিষ কুমার দত্ত বাবলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) উথোয়াইনু চৌধুরী। এদিকে একই দাবীতে দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), দিনাজপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের সামনে সকাল ১১টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment