ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর দেখা যাবে না ব্রাভোকে

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর দেখা যাবে না ব্রাভোকে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। অবশ্য জাতীয় দল থেকে অবসর নিলেও ব্যাট-প্যাড এখনই তুলে রাখছেন না। অবসরের ঘোষণায় তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলা চালিয়ে যাবেন।

বছরজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা এই ক্যারিবীয়ান তারকা দুই বছর ধরেই জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাতীয় দলের পোশাকে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্রাভো। আর ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে।

২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয় ব্রাভোর। ৪০ টেস্টে তিন সেঞ্চুরির সাহায্যে করেছেন ২২০০ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৬ উইকেট। তার গায়ে বহু আগে থেকেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটারের তকমা লেগেছে। ১৬৪ ওয়ানডে আর ৬৬টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যারিবীয় দলের হয়ে। এর মধ্যে ওয়ানডে ২ হাজার ৯৬৮ রানের সঙ্গে ১৯৯ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১১৬ স্ট্রাইক রেটে করেছেন ১১৪২ রান। সাথে বল হাতে ৫২ উইকেট।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment