রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের রাউজানে ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কৃষ্ণা ফার্মেসীকের অভিযান চালিয়ে মেয়াদবিহীন ও ধুলাবালি যুক্ত ঔষধ রাখার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদবিহীন বিভিন্ন বিস্কুট রাখায় কেএফসিকে ৩ হাজার ও ফিটনেসবিহীন লাইসেন্স না থাকার কারণে ১টি জীপ ২টি বাইককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ বলেন, মেয়াদবিহীন ও ধুলাবালি যুক্ত ঔষধ রাখার কারণে ১টি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। এবং মেয়াদবিহীন বিস্কুট ও ফিটনেসবিহীন গাড়িকেও জরিমানা করা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment