বাউফলে এক যুবককে কুপিয়ে হত্যা

 বাউফল (পটয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের ঘটনায় মারধরের জের ধরে মামুন গাজী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামে ঘটে এ ঘটনা। নিহত মামুনের পিতার নাম শাজাহান গাজী। নিহতের স্বজন ও স্থানীয় ও পুলিশি সূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামের বাসিন্দা খলিল গাজীর নাতি রিয়া মনিকে (১৩) প্রায়ই উত্যক্ত করত স্থানীয় কয়েক যুবক। এ ঘটনার জের ধরে গত ২৩ অক্টোবর রাতে স্থানীয় ব্যবসায়ী সেলিম মুন্সীর সাথে খলিল গাজীর ছেলে হাসান গাজী ও তাঁর ভাইয়ের ছেলে মামুন গাজীর সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে সেলিম মুন্সীকে মারধর করেন তাঁরা। সেলিম মুন্সী বতর্মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামুন গাজীকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন সেলিম মুন্সী। এরপর আজ শনিবার সকাল দশটার দিকে মামুন গাজী ও তার চাচাত ভাই হাসান গাজী জয়গোড়া থেকে পটুয়াখালী যাওয়ার পথে বীরপাশা সার্বজনীন মন্দিরের কাছে আসলে তাদের উপর হামলা চালায় সেলিম মুন্সীর দুই ছেলে মিরাজ ও জহিরসহ আরো কয়েক যুবক। এ সময়ে তারা মামুনকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় মামুন গাজীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম, মামুন গাজীকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সম্ভাব্য সকল মোটিভ খতিয়ে দেখা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment