ফটিকছড়ির পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়িতে জানে অালম বাহাদুর (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের কুম্ভারপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে। বাহাদুর ওই এলাকার কবির মেম্বার বাড়ীর মৃত ছিদ্দিক অাহমদের ছেলে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী বাহাদুর বলেন, ‘এলাকার মনা চৌকিদারের ছেলে রুবেল, বাবুলের ছেলে অারমান, সমশুর ছেলে কামালসহ তিন যুবককে টাকা দিয়ে মাদক বিক্রি করি। টাকা দিতে না পারলে তারা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।’ এর সত্যতা নিশ্চিত করে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মঈন উদ্দীন বলেন, ‘অামরা এলাকা থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। প্রক্ষান্তরে এলাকার যুবক রুবেল, অারমান, সমশুসহ একটি দুষ্ট চক্র মিলে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে মাদক ব্যবসায় সহায়তা করছে। যেটা নিতান্তই ঘৃণিত। অামি ওইসব চাঁদাবাজদের অাইনের অাওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।’ পুলিশ সূত্রে জানা যায়, গত দু’ মাস আগে মাদক মামলায় আসামী হয়ে জেল যায় বাহাদুর। জেল থেকে বের হয়ে আবারো সে মাদক ব্যবসা শুরু করে।’ জানা যায়, বাহাদুরের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অাগেরও ৪ টি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস.অাই ফখরুল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ সাপ্তাহিক মসোহারার বিনিময়ে বাহাদুরকে মাদক ব্যবসাতে সহায়তাকারীদের ব্যাপারে জানতে চাইলে এস.অাই ফখরুল বলেন, ‘অামরা বিষয়টি জানতে পেরেছি। তাদের ব্যাপারে অাইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment