সারা দেশের ন্যায় জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট চলছে 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নথপুরে সড়ক পরিবহন আইন বাতিলের দাবীতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। ফলে সাধারন মানুষ ভোগান্তিতে পড়েছেন।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে  সড়ক পরিবহন আইন বাতিলের দাবীতে শ্রমিকদের  ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে । এতে সকাল থেকেই উপজেলা সদর থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। যার ফলে  গ্রামের অভ্যন্তরীণ সব রুটের যাত্রীরা সহ দূরপাল্লার যাত্রীরাও চরম ভোগান্তিে পড়েছেন। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন স্কুল কলেজগামী ছাত্র -ছাত্রী ও বিভিন্ন অফিসে কর্তব্যরত ব্যক্তিবর্গ ।
সরেজমিনে দেখা যায়, আজ ২৮ শে অক্টোবর রোববার  সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা রাস্তায় দাড়ালেও গণপরিবহন নেই বললেই চলে। দু-একটা সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করার চেষ্টাকালে আন্দোলনরত শ্রমিকেরা গাড়ী থেকে যাত্রী সাধারণকে নামিয়ে দিচ্ছেন।এবং  গাড়ী গুলোকে রাস্তার পাশে দা্ঁড় করিয়ে রাখছেন। রিপোর্ট লেখা পর্যন্ত  রাস্তায় রাস্তায় যাত্রীরা গাড়ির অপেক্ষায় প্রহর গুনছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment