জগন্নাথপুরের রানীগঞ্জে শীলা পাথরের মূর্তি চুরি

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের মেঘাকান্দী গ্রামের ভৈরব মন্দিরের শীলা পাথরের মুর্তি চুরি হয়েছে বলে জানাগেছে। এই ঘটনায় থানায় সাধারন ডায়েরি রুজু করা হয়েছে। বিস্বস্ত সূত্রে জানাযাশ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দী গ্রামে অবস্থিত ভৈরবমন্দিরে ২০ কেজি ওজনের একটি প্রাচীন শীলা পাথরের মূর্তি ছিল।২৬ শে অক্টোবর দিবাগত শুক্রবার রাতে মন্দিরের দরজা ভেঙ্গে মূর্তিটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। প্রতিদিনের ন্যায় ২৭ শে অক্টোবর সকালে হিন্দু ধর্মালম্বী লোকজন মন্দিরে গিয়ে দেখেন দরজা ভাঙ্গা মন্দিরের আসবাপত্র তছনছ ও শীলা পাথরের মূর্তিটি নেই।এই চু চুরির ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে শনিবার (২৭ শে অক্টোবর) জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে মুঠোফোনে আলাপকালে মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সবিত দাশ বলেন, ব্রিটিশ আমলের এ শীলা পাথরের মূর্তিটি তাদের হিন্দু সম্প্রদায়ের কাছে অমূল্য সম্পদ ছিল। মূর্তিটি উদ্ধারে প্রশাসনের সহযোগীতা কামনা করে সাধারণ ডায়েরি রুজু করেছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment