বগুড়ার শেরপুরে ঠিকাদারকে অপহরণ করে টাকা লুট ॥

 থানায় মামলা শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বেসরকারি সংস্থার ঠিকাদারকে অপহরণের করে তার এটিএম কার্ড ব্যবহার করে দুর্বৃত্তরা টাকা লুটে নিয়ে যাওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগি সাজ্জাদুর রহমান বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, পাবনার সদর থানার সালগাড়িয়া গ্রামের ভুক্তভোগি ঠিকাদার সাজ্জাদুর রহমান ঢাকার এসএসটিএস নামের একটি বেসরকারি সংস্থার কাজের জন্য গত ২৫ অক্টোবর বগুড়ায় আসেন। কাজ শেষে গত ২৬ অক্টোবর সকালে সিরাজগঞ্জের ভুঁইয়াগাতি যাওয়ার জন্য বগুড়ার তিনমাথা বাস টার্মিনালে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় সাদা রংয়ের একটি প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ায়। গাড়িটিতে ড্রাইভারসহ চারজন ব্যক্তি ছিলেন। একপর্যায়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তাকে প্রাইভেট কারটিতে তুলে নেয়। কিন্তু কারটি বনানী মোড় পার হওয়ার পরপরই যাত্রীবেশী দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে ফেলেন। এমনকি মোটা অঙ্কের টাকা দাবি করে তাকে বেধড়ক মারধরও করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার নিকট থাকা ইসলামী ব্যাংক ও আল আরাফাহ্ধসঢ়; ব্যাংকের দুইটি এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পাশাপাশি গোপন নম্বরও (পিন নম্বর) লিখে নেন। পরে এসব কার্ড ব্যবহার করে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের পার্ক আহলে হাদিস মসজিদ সংলগ্ন ব্র্যাক ব্যাংকের সামনে প্রাইভেট কার থামিয়ে এটিএম বুথ থেকে এক লাখ টাকা উত্তোলন করে। এরপর উক্ত টাকা নিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চান্দাইকোনা বাজার এলাকায় তাঁকে ফেলে দিয়ে চলে যায় তারা। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে রায়গঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে শেরপুর থানায় আসেন। এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment