বহুল আকাঙ্খিত মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে সেতুর ভিত্তি প্রস্তর, নির্বাচনী বিশাল জনসভায় পরিনত, এলাকাজুড়ে উৎসব

মো: ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরের শিবচরের প্রায় ১ শ ২ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদে লিটন চৌধুরী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি। উপজেলার দত্তপাড়া- শিরুয়াইল ইউনিয়নের সাথে উপজেলা শহরের যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করার লক্ষ্যে ৫৫০ মিটার দৈর্ঘ্য এ সেতুটির ভিত্তি স্থাপন করেন তিনি। এই সেতু দিয়ে রাজৈর,গোপালগঞ্জসহ দক্ষিনাঞ্চলের জেলা গুলোর সাথে শিবচর হয়ে ঢাকার দূরত্ব কমবে। বহু দিনের আকাংখিত এই সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ায় এলাকাজুড়ে উৎসব বিরাজ করছে। মতবিনিময় সভা এক পর্যায়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নির্বাচনী বিশাল জনসভায় রুপ নেয়। নেতৃবৃন্দ নৌকায় ভোট চান। ঢাক-ঢোল বাদ্যের তালে তালে মিছিল সহকারে ছোট বড় নৌকা সাজিয়ে এমপি লিটন চৌধুরীকে স্বাগত জানান। সেতুটি আড়াই থেকে তিন বছরের মধ্যে উদ্বোধন হবে বলে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিশ্চিত করেছেন। গত ২ দিনে ৮টি সেতু উদ্বোধনসহ ২২ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন সংসদ সদস্য। জানা যায়, শনিবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার এলাকায় স্থানীয় সরকার বিভাগের অধীনে উৎরাইল নয়াবাজারস্থ আড়িয়াল খাঁ নদের উপর প্রায় ১শ ২ কোটি টাকা ব্যয়ে ৫৫০ মিটার দৈর্ঘ্যর একটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ও মত বিনিময় সভার আয়োজন করা হয় । আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৫৫০ মিটার দৈর্ঘ্যর সেতুটির প্রস্থ ৯.৮০ মিটার, স্প্যান সংখ্যা ১১টি, পিয়ার ৯টি, ক্যারেজ প্রশস্ত ৭.৩২ মিটার, ১২৩ টি পাইল, পাইলের ডায়া ৯ শ মিলিমিটার, পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার ও এ্যাবাটমেন্ট সংখ্যা ২ টি। সেতুর জন্য এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার। সেতুটি নির্মান হলে উপজেলা শহরের সাথে দত্তপাড়া, শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হবে। এনিয়ে রবিবারসহ গত ২ দিনে ৮টি সেতু উদ্বোধনসহ ২২ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন সংসদ সদস্য। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ , উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, এলজিইডি’র তত্ত্বাবধায় প্রকৌশলী মুজিবুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক এস এম আকবর হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, এই সেতুটি আমাদের বহুল আকাংখিত সেতু। সেতুটি নির্মান হলে এ অঞ্চলের মানুষ সহজেই উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারবে। এই সেতুকে ঘিরে এলজিইডি সৌন্দর্য বর্ধনের কাজও করবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘুমন্ত ষরযন্ত্রকারীরা সক্রীয় হয়ে উঠেছে। তারা চায় অপশক্তির হাতে ক্ষমতা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে। সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে তার ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরই উচিৎ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো জয়যুক্ত করা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment